
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এই মন্ত্রে বিশ্বাসী হয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম পলাশ বগুড়া শাজাহানপুর থানায় দৃষ্টি নন্দন ভাবে গড়ে তুলেছেন এক পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো কর্মপরিবেশ। এর স্বীকৃতিস্বরূপ ওসিকে পুরস্কৃত করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মাসিক কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি’র পক্ষে বগুড়া জেলা পুলিশ সুপার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, এ স্বীকৃতি থানার সকল পুলিশ সদস্যকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে কর্মস্থলকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রেরণা যোগাবে।