
হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও গ্রামে বিষপানে সাইদুর রহমান (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫ জুলাই, ২০২৫) রাত ১১টার দিকে তিনি নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে বিষপান করেন। রবিবার (২৭ জুলাই, ২০২৫) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কান্দিগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমান শুক্রবার রাতে হঠাৎ করেই বিষপান করেন। বিষপানের পর তিনি তার বড় ভাইকে ফোন করে তাকে নিয়ে যেতে বলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইদুরকে পুকুরপাড় থেকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সাইদুরের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর রবিবার সকালে তাকে সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে, সিলেট পৌঁছানোর আগেই পথিমধ্যে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাইদুর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কী কারণে সাইদুর রহমান বিষপান করে আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পারিবারিক কোনো কলহ বা ব্যক্তিগত হতাশা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। সাইদুরের অকাল মৃত্যুতে কান্দিগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিস্তারিত জানতে তদন্ত চলছে।
ব্যুরো প্রধান; সিলেট: 
























