
গতকাল ১৩ই সেপ্টেম্বর শনিবার গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বাসন থানায় নিজ কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ও বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ লিটন মিয়া ও অ্যাডভোকেট আলতাব হোসেন সিরাজী। আহ্বায়ক কমিটির দায়িত্বে ছিলেন জনাব আলামিন দেওয়ান এবং খসরু মৃধা।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মেহেদী হাসান এবং মফস্বল সম্পাদক জনাব সোহেল মিয়া।
মোট ১৫৩ জন ভোটারের মধ্যে ১৪৮ জন ভোট দেন। এতে ২৬টি পদের জন্য মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ব্যালট নং-২ এর প্রার্থী জনাব আবুল কাশেম ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যালট নং-১ এর জনাব সাইফুল ইসলাম মানিক পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ব্যালট নং-৯ এর প্রার্থী জনাব রফিকুল ইসলাম ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যালট নং-১০ এর সানাউল্লাহ নূরী পেয়েছেন ৫৮ ভোট। এছাড়াও কার্যনির্বাহী সদস্য (২) পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের জ্যেষ্ঠ প্রতিনিধি ব্যালট নং-২৬ জনাব আব্দুল হামিদ খান।
বিজয়ী প্রার্থীরা সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।