ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সততা নিয়ে পোস্ট ভাইরাল, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগ: উত্তরা খাল পরিষ্কার কার্যক্রমে মুহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্ব। ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে  যুবকের  মৃ/ত্যু  সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন বিজয়ী তাজ, জাবেদ, জসিম রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা গোয়ালাবাজারে ১২ উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে জেনারেল মেডিসিন হল উদ্বোধন ফিলিপাইনে বাংলাদেশ হাইকমিশন: রাজনৈতিক বৈষম্যের অভিযোগ বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২৫ – ২৬ সালের কমিটি গঠন: সভাপতি জুবায়ের সম্পাদক মোঃ শিপন কোষাধ্যক্ষ মোঃ নূর উদ্দিন আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : লুনা

সৈয়দপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত – উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখার উদ্যোগে দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সৈয়দপুরের আল ফারুক একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আগামী উপজেলা পরিষদ ও পৌর পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম এবং পৌর মেয়র পদে শহর আমির শরফুদ্দিন খানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন প্রধান অতিথি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাদিম এবং বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের।
সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির মাওলানা লুৎফর রহমান, বর্তমান নায়েবে আমির শফিকুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান এবং সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, “বিগত দিনের গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের মানুষ অতিষ্ঠ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে অংশ নিয়েছে। একইভাবে ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যোগ্যতা ও মননশীলতা দিয়ে সঠিক নেতা নির্বাচন করেছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনেও এমন বিপ্লব ঘটবে বলে আমরা আশা করছি।”
তিনি দায়িত্বশীলদের আগামী ২০২৬ সালের মধ্যে রোকন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তবে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। এজন্য এখন থেকেই সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।”
উল্লেখ্য, সমাবেশে উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

সততা নিয়ে পোস্ট ভাইরাল, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা।

সৈয়দপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত – উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা

আপডেট সময় ১১:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখার উদ্যোগে দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সৈয়দপুরের আল ফারুক একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আগামী উপজেলা পরিষদ ও পৌর পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম এবং পৌর মেয়র পদে শহর আমির শরফুদ্দিন খানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন প্রধান অতিথি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাদিম এবং বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের।
সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির মাওলানা লুৎফর রহমান, বর্তমান নায়েবে আমির শফিকুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান এবং সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, “বিগত দিনের গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের মানুষ অতিষ্ঠ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে অংশ নিয়েছে। একইভাবে ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা যোগ্যতা ও মননশীলতা দিয়ে সঠিক নেতা নির্বাচন করেছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনেও এমন বিপ্লব ঘটবে বলে আমরা আশা করছি।”
তিনি দায়িত্বশীলদের আগামী ২০২৬ সালের মধ্যে রোকন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তবে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। এজন্য এখন থেকেই সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।”
উল্লেখ্য, সমাবেশে উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।