
বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে গাজীপুরের গাছায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাছা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলমেশ্বর এলাকায় একটি মার্কেটের সামনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএসএম নাঈম মিয়ার সভাপতিত্বে ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বসির মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, থানা যুবদলের সদস্য সচিব ইফতেখার আহমেদ রিপন, ছাত্রদল নেতা আলিফ, নাসিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী। তিনি আপোষহীন ও গণমানুষের নেত্রী। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষকে ছেড়ে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে দীর্ঘদিন কারাগারে বন্ধি রেখে আমাদের প্রিয় নেত্রীকে বিষ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে মেরে ফেলার নীল নকশা তৈরি করছিল। দেশের গণমানুষের দোয়ায় নেত্রীকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাঁচিয়ে রেখেছেন আগামীতে দেশের কল্যাণে ও মানুষের কল্যাণে কাজ করার জন্য। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন।
তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন থানা ওলামাদলের আহবায়ক মাওলানা আব্দুল মোমেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।