
বরগুনায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরের সার্বজনীন আখড়াবাড়ি মন্দিরে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
সার্বজনীন আখড়া কমিটির উপদেষ্টা শরৎ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, আখড়াবাড়ি মন্দিরের সভাপতি শ্রী দিলীপ কর্মকারসহ অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা এমন একটা দেশ গড়বো যেখানে সব মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি মন্দিরে এসে শেষ হয়।