
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ।
১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ঘটিকার সময় আরতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এই বছর ৩১শে ভাদ্র মাসে ১৭ সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পূজার দিনে ভক্তরা বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করার আশায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মধ্যে দিয়ে পূজাটি সম্পন্ন হয়।পুরাতন মতে তিনি হলেন কারিগরি দেবতা।অষ্টম বসু প্রভাস হলেন তাঁর পিতা ও মাতা হলেন বৃহস্পতির ভাগিণী,বরবণিনী।আবার ব্রক্ষবৈবত্ত পুরাণে বর্ণিত তাঁর জম্ম ব্রহ্মার নাভি থেকে। পুরানে কাহিনীতে উল্লেখ করা আছে- তাঁর সৃষ্টি কার্যের কথা।ভগবক পুরাণের লেখা আছে- শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারক নির্মান করেছেন বিশ্বকর্মা।
মহাভারতে ও ওনার কথা বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে।বিশ্বকর্মা পূজায় বিশিষ্ট গীতা পাঠক ও ধর্মীয় আলোচক ছিলেন চট্রগ্রাম নন্দনকানন তুলসীধাম আশ্রমের বিশিষ্ট গীতা পাঠক সনাতন দাস। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিমুল দাস, বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী,দক্ষিনেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব নাথ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিটন দত্ত, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, কোষাধ্যক্ষ প্রিয়লাল দত্ত,বিভিন্ন মঠ মন্দিরের সদস্য সদস্যবৃন্দ,শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার উপদেষ্টা,দুলাল দে,শিমুল দাশ, অমূল্য মহাজন, ,হারাধন দাশ, গিড়ি ধারী সেবা কুঞ্জের গীতা শিক্ষক বিপ্লব মল্লিক,বাদল দাশ, টিটু দাশ, কাজল দত্ত,।
বিশ্বকমা পূজা উদযাপন পরিষদের সভাপতি টাংকু ধর, অর্জুন কর্মকার,অজয় দে,রানা দাশ,লাভলু মল্লিক, ছোটন কর্মকার বন,সাজু চৌধুরী কনক দে,পালশ দাশ, রাহুল দাশ, হৃদয় কর্মকার, বাবলা দে নয়ন, বাপ্পু দও,দোলন সাহা, নিটু সাহা,অন্তর নন্দী, শয়ন দে,সৌরভ মল্লিক,ইমন নন্দী,টিপু মিত্র (মনু),অপু দেবনাথ,সুব্রত দে,ইমু দাশ,অন্তর দাশ,জীবন দাশ,ধনঞ্জয় দত্ত,অজয় কর্মকার,শান্ত দাশ,অর্নব কর্মকার,শ্রীযুক্ত অভি দাশ সহ বাজারের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ও বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প।