
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর মৌলভী বাজারের কবির লাইব্রেরীর স্বত্বাধিকারী কবিরের মেয়ে ইসরাত জাহান প্রিয়া ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
প্রিয়ার এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী প্রিয়া চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখতেন। অবশেষে দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
এলাকাবাসী মনে করছেন, প্রিয়া শুধু নিজের পরিবারের জন্যই নয়, পুরো রামগঞ্জের জন্য সম্মান বয়ে এনেছেন। তার এই অর্জন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রিয়ার এই কৃতিত্বে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।