
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা মো. আবু বক্কর সিদ্দিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। পোস্টে তিনি নিজেকে সৎ দাবি করে বলেছেন, “বিএনপিকে কেউ চাঁদাবাজের দল বললে অন্তরে অনেক কষ্ট লাগে।” তিনি আরও বলেন, “আমিও চাঁদাবাজমুক্ত আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি চাই।” এই পোস্টটি ফেসবুকে ইতিবাচক সাড়া ফেলেছে।
তুরাগ থানাধীন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি নিজের চাকরির বেতনের টাকায় দলীয় কর্মসূচি পরিচালনা করেন। তিনি আহ্বান জানিয়েছেন, যদি কেউ তার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো প্রমাণ পান, তাহলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য। এই ধরনের সততার প্রকাশ দলের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। অনেকে মনে করছেন, এমন সাহসী পদক্ষেপ দলের ভাবমূর্তি উন্নত করবে।
আবু বক্কর সিদ্দিক সংবাদ মাধ্যমকে জানান, তিনি ‘আয়নাঘর’ থেকে ফেরত আসার পর নতুন জীবন পেয়েছেন এবং দলের প্রতি ভালোবাসা থেকেই রাজনীতি করেন। কিছু অসৎ নেতাকর্মীর কারণে দলের বদনাম হলে তার কষ্ট হয়। তিনি বলেন, “একটি চক্র যখন বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার চেষ্টা করছে তখন বুঝাতে চেয়েছি, বিএনপিতে সৎ রাজনীতি করে এমন নেতাকর্মীর সংখ্যাই বেশি।”
তিনি আরও উল্লেখ করেন যে জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার সততা ধারণ করে তিনি রাজনীতিতে এসেছেন। তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করলে কেউ চাঁদাবাজিতে জড়াবেন না বলেও তিনি বিশ্বাস করেন।
আবু বক্কর সিদ্দিকের এই পোস্ট এমন এক সময়ে এসেছে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য সিনিয়র নেতারা বারবার দলের নিয়ম মেনে চলার এবং জনগণের কাছে যাওয়ার কথা বলছেন। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, “কিছু দুষ্ট লোক আছে, যাদের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা চাঁদাবাজ-সন্ত্রাসী, তারা বিএনপির লোক না।” তিনি আরও বলেন, “এদের ধরবেন আর আইনের আওতায় সোপর্দ করবেন।”
ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আবু বক্কর সিদ্দিকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “দলে যখন চাঁদাবাজি করার চেষ্টায় ব্যস্ত কিছু নেতাকর্মীরা তখন সিদ্দিকের মত নেতারা সততার পরিচয় দেন, তাও ফেসবুকে। এটা আমাদের দলের জন্য সত্যিই গর্বের।” তিনি আশা প্রকাশ করেন যে অন্যান্য নেতাকর্মীরাও নিজেদের সততার পরিচয় দেবেন।