
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় আইনানুগভাবে স্থাপন করা এসব প্রচার সামগ্রী কে বা কারা ভেঙে ফেলেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
তাদের দাবি, নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচার চালানো হলেও একটি মহল পরিকল্পিতভাবে এসব ব্যানার ও ফেস্টুন অপসারণ ও নষ্ট করছে, যা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। তারা এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছেন।
১৫ সেপ্টেম্বর সরেজমিনে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় দেখা গেছে, বকুলতলা শাহজাহানের মোড়, চন্নাপাড়া জয়নাল মেম্বারের মসজিদ মোড়, সাংবাদিক মালেকের মসজিদ মোড়, প্রধান বাড়ি পুকুরপাড় মোড় এবং ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় জামায়াত প্রার্থীর ফেস্টুন ভাঙচুর করা হয়েছে।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ ১৪ সেপ্টেম্বর রাতে এক ফেসবুক পোস্টে লেখেন-“বিএনপির প্রায় ছয়জন মনোনয়নপ্রত্যাশীর হাজার হাজার পোস্টার-ফেস্টুন রয়েছে, কিন্তু কেউ তা ছেঁড়েনি। অথচ জামায়াতের একজন মাত্র প্রার্থী, যিনি অনেক আগেই মনোনীত হয়েছেন, তার ফেস্টুন বারবার ভাঙচুর করা হচ্ছে। এটি মোটেও গ্রহণযোগ্য নয়।”
এদিকে মোবারক হোসেন শ্যামল নামের একজন স্থানীয় জামায়াত নেতা ফেসবুকে লিখেছেন- “গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ফেস্টুন ভেঙে ফেলা হচ্ছে, জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী কায়দায় গাজীপুর দখলের অপচেষ্টা সফল হবে না ইনশা আল্লাহ।”
বিষয়টি নিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, “এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা অবশ্যই তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হলেও ব্যানার-ফেস্টুন ভাঙচুরের মতো ঘটনা নির্বাচনপূর্ব সময়কে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।