
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রামনাবাদ নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুই দশক পেরিয়ে গেলেও এখনো সেই সেতুর বাস্তবায়ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামনাবাদ নদীর দুই তীরে বসবাসরত হাজারো মানুষ প্রতিদিন নৌপথে চলাচল করছে। গলাচিপা উপজেলা সদরের সঙ্গে আশেপাশের চরাঞ্চল ও পার্শ্ববর্তী উপজেলা যোগাযোগের একমাত্র ভরসা ট্রলার, লঞ্চ বা স্পিডবোট। বিশেষ করে ঝড়-বৃষ্টির মৌসুমে এ নৌপথে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ে।
শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নিতে না পারায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও মাছ সময়মতো বাজারজাত করতে না পেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জনগণের দাবি, রামনাবাদ নদীর উপর একটি সেতু নির্মাণ হলে গলাচিপার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান, বহুবার পরিকল্পনা গ্রহণের কথা শোনা গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দুই দশক পেরিয়ে গেলেও রামনাবাদ নদীর উপর গলাচিপা সেতু নির্মাণ আজও কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ।
এ বিষয়ে এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গলাচিপা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে হবে, যাতে সাধারণ মানুষ দীর্ঘদিনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে পারে।