
মারা গেলেন চ্যানেল রাজশাহী লাইভ টিভির পরিচালক অপারেশন মাহফুজুর রহমান পলকের পিতা মোঃ সেতাবুর রহমান।৯ ই অক্টোবর ২০২২ রোজ রবিবার সকাল ৬:৩০ মিনিট ঘটিকার সময় তার নিজ বাসভবন রাজশাহীর গোদাগাড়ী, আচুয়া ভাটা গ্রামে সে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু বরণ করেন ইন্নালল্লাহি ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। তার মৃত্যু কালে বয়স হয়েছিল মাত্র ৪৫ বৎসর। বিকাল ৪:৩০ ঘটিকার সময় গোদাগাড়ী মহিষাল বাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয় । আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন।তার মৃত্যুতে শোকাহত পরিবার, পরিজনরা।