
নাজমুল ইসলাম মন্ডলঃ
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, আহমেদ ফরহাদ খান অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও অর্থ আত্মসাৎ করছেন এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রমে মদদ দিচ্ছেন।
শিক্ষার্থীদের দাবি, শ্যামলীতে বিশ্ববিদ্যালয়ের নামে কেনা সম্পত্তি আহমেদ ফরহাদ খান ব্যক্তিগত নামে করে নিয়েছেন। এছাড়া, তিনি শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে বাহিরের শীর্ষ সন্ত্রাসী ‘পাঠাটো রুবেল’কে ভাড়া করে ক্যাম্পাসে হামলা চালিয়েছেন। পাঠাটো রুবেল দারুস সালামের আলোচিত সিয়াম হত্যা মামলার প্রধান আসামি এবং একাধিক হত্যা মামলায় অভিযুক্ত বলেও অভিযোগ করা হয়েছে।
প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, আন্দোলনে ভিন্নমত থাকলেও চেয়ারম্যান পক্ষের কিছু শিক্ষার্থীকে দিয়ে আন্দোলন ব্যাহত করার চেষ্টা করা হয়। পরে সংঘর্ষ সৃষ্টি হলে সুযোগ নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। শিক্ষার্থীরা বলছেন, “এমন একজন শীর্ষ সন্ত্রাসী যিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েও অলৌকিকভাবে ছাড়া পেয়ে যান, তিনি যদি বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপদ পরিবেশে অনুপ্রবেশ করতে পারেন, তবে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?”
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অহেতুকভাবে শিক্ষার্থীদের শোকজ করছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে ছাত্রত্ব বাতিল করছে। শিক্ষকদের ক্ষেত্রেও একই চিত্র। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অনেক শিক্ষক-কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও সরিয়ে দেওয়া হয়েছে, যিনি এসব অনিয়মের বিরুদ্ধে ছিলেন।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে ইউজিসি’র কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, “এই অবৈধ, দুর্নীতিগ্রস্ত এবং সন্ত্রাসে মদদদাতা চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে আমাদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করুন।” স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন শিক্ষার্থী সাকিব হাসান, মেহেদী হাসান, মো. রোমান এবং মশিউর রহমান রাঙ্গা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউজিসির এক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতে পারে।
নাজমুল ইসলাম মন্ডলঃ 






















