
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এই বাজেট উপস্থাপন করেন।
নতুন অর্থবছরের এই বাজেট গত অর্থবছরের তুলনায় ১ কোটি ৩৪ লাখ টাকা (৮.৯৩%) বেশি। মোট বাজেটের ১৬ কোটি ৪ লাখ টাকা সরকার ও ইউজিসি থেকে আসবে, এবং বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে সংগৃহীত হবে।
বাজেটে ১১ কোটি ২৯ লাখ টাকা আবর্তক ব্যয় (Recurring Expenditure) এবং ৫ কোটি ৫ লাখ টাকা মূলধন ব্যয় (Capital Expenditure) ধরা হয়েছে। ব্যয়ের খাতগুলোর মধ্যে:
- বেতন-ভাতা: ৬ কোটি টাকা
- পণ্য ও সেবা: ৪ কোটি ৯১ লাখ টাকা
- গবেষণা: ২১ লাখ টাকা
মূলধন ব্যয়ের একটি বড় অংশ যন্ত্রপাতি, যানবাহন এবং আইসিটি খাতে বরাদ্দ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভৌত ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক হবে।
শিক্ষার্থীদের কল্যাণেও বাজেটে বিশেষ নজর রাখা হয়েছে। ছাত্রকল্যাণ খাতে ৫৭ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মেধা বৃত্তি, ছাত্রী হলের উন্নয়ন, শিক্ষা সফর এবং ক্রীড়া কার্যক্রমের জন্য অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ জানান, বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এটি দ্বিতীয়বারের মতো বাজেট প্রকাশ করা হলো। তিনি আরও উল্লেখ করেন যে, গত অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রয় প্রক্রিয়া ই-জিপি (e-GP) পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক।
মোঃ আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ 






















