ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সিংগাইরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অমন্তসেন তঞ্চঙ্গ্যার হ/ত্যা/কারী পুলিশের হাতে গ্রে’ফতার গলাচিপার ভাঙরা গ্রামে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ নিয়েছেন “পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ” সদস্য কে এস মং সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এর সংবাদ কর্মীদের সভা অনুষ্ঠিত বগুড়ার ধুনটে যমুনা নদীতে তীব্র ভাঙনে দুশ্চিন্তায় শিমুলবাড়ি গ্ৰ্যামের নদীপাড়ের মানুষ  বগুড়ায় সাংবাদিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ধুনটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শিক্ষিত জাতি গড়লেই সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব: এম কফিল উদ্দিন আহমেদ বিশ্বনাথে এক ড্রাইভারকে হত্যার চেষ্টা করে ছিনতাইয়ের নাটক সাজালেন ব্যবসায়ী
দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে বাঘার সুমিষ্ট আম

ইংল্যান্ড ও হংকংয়ে গেল রাজশাহীর আম

ফাইল ছবি।

 প্রতিবারের মতো এবারও দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে বাঘার আম। বুধবার রাতে রাজশাহী থেকে ইংল্যান্ড ও হংকংয়ের উদ্দেশ্যে এই বছরের প্রথম আমের চালান পাঠানো হয়।
এবার মৌসুমের শুরুতে প্রথম যে কৃষক আম রপ্তানি করার সুযোগ পেয়েছেন তার নাম ছানিউল ইসলাম ছানা। তিনি বাঘার শতাধিক লিড ফার্মারের মধ্যে একজন বলে জানান উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান।
তিনি বলেন, চারঘাট-বাঘার স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের একান্ত প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় বাঘার সুমিষ্ট আম এবারও দেশের বাইরে রপ্তানি করা শুরু হয়েছে। তবে এ বছর প্রথম লি-এন্টারপ্রাইজের মাধ্যমে ইংল্যান্ডে ১ মেট্রিক টন এবং মাহাতাব এন্টারপ্রাইজ এর মাধ্যমে হংকংয়েএ হাফ মেট্রিক টন খিরসাপাত (হিমসাগর) আম রপ্তানি করা হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বাঘার গোপালভে০াগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলী, গোরমতি ও আম্রপালী গত ৫-৬ বছর ধরে রপ্তানি করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল এবং ফ্রান্সসহ রাশিয়াতে। সম্পুর্ণ ফরমালিন ও কেমিক্যাল মুক্ত এই আম ইতোমধ্যে বাঘার সুনাম বয়ে এনেছে।
এদিকে উপজেলার সফল আমচাষি কলিকগ্রামের আশরাফুদৌল্লা, বাঘার মুক্তার হোসেন এবং আড়পাড়ার মহাসিন আলীসহ অনেকেই বলেন, যদি গতবারের ন্যায় এবারও তারা আম রপ্তানি করে সফল হন, তাহলে আগামি বছর থেকে আমের উৎপাদন ও যত্ন দ্বিগুন হবে।
জনপ্রিয় সংবাদ

সিংগাইরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে বাঘার সুমিষ্ট আম

ইংল্যান্ড ও হংকংয়ে গেল রাজশাহীর আম

আপডেট সময় ০৬:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
 প্রতিবারের মতো এবারও দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে বাঘার আম। বুধবার রাতে রাজশাহী থেকে ইংল্যান্ড ও হংকংয়ের উদ্দেশ্যে এই বছরের প্রথম আমের চালান পাঠানো হয়।
এবার মৌসুমের শুরুতে প্রথম যে কৃষক আম রপ্তানি করার সুযোগ পেয়েছেন তার নাম ছানিউল ইসলাম ছানা। তিনি বাঘার শতাধিক লিড ফার্মারের মধ্যে একজন বলে জানান উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান।
তিনি বলেন, চারঘাট-বাঘার স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের একান্ত প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় বাঘার সুমিষ্ট আম এবারও দেশের বাইরে রপ্তানি করা শুরু হয়েছে। তবে এ বছর প্রথম লি-এন্টারপ্রাইজের মাধ্যমে ইংল্যান্ডে ১ মেট্রিক টন এবং মাহাতাব এন্টারপ্রাইজ এর মাধ্যমে হংকংয়েএ হাফ মেট্রিক টন খিরসাপাত (হিমসাগর) আম রপ্তানি করা হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বাঘার গোপালভে০াগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলী, গোরমতি ও আম্রপালী গত ৫-৬ বছর ধরে রপ্তানি করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল এবং ফ্রান্সসহ রাশিয়াতে। সম্পুর্ণ ফরমালিন ও কেমিক্যাল মুক্ত এই আম ইতোমধ্যে বাঘার সুনাম বয়ে এনেছে।
এদিকে উপজেলার সফল আমচাষি কলিকগ্রামের আশরাফুদৌল্লা, বাঘার মুক্তার হোসেন এবং আড়পাড়ার মহাসিন আলীসহ অনেকেই বলেন, যদি গতবারের ন্যায় এবারও তারা আম রপ্তানি করে সফল হন, তাহলে আগামি বছর থেকে আমের উৎপাদন ও যত্ন দ্বিগুন হবে।