
ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের যুবলীগের অর্থ সম্পাদকের বাড়িতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাড়োল ইউনিয়নের লাহিড়ী ছোট সিংগিয়া গ্রাম এলাকায় নিজ বাড়িতে বিসমিল্লাহ টেড্রাস ব্যানার লাগিয়ে যুবলীগ নেতা জয়নুল আবেদীন টিসিবির পণ্য বিক্রি করছেন। অথচ তিনি কোন মুদি ব্যবসায়ী নয়। যেখানে নীতিমালা রয়েছে টিসিবি ডিলারের মুদি ব্যবসায়ী হতে হবে যেখানে বাণিজ্য সচিবের(মোঃ মাহাবুবুর রহমান) স্বাক্ষর করা নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। জয়নুল আবেদীনের বাড়িতে একটি ব্যানার দেখা যায়। সেইখানে ব্যানারে লেখা আছে বিসমিল্লাহ ট্রেডার্স প্রোপাইটর মোঃ জয়নুল আবেদীন ধান, গম, ভুট্টা ও ইলেকট্রিক ব্যবসায়ী সেখানে জয়নুল আবেদীন কিভাবে টিসিবির ডিলারশিপ পেলেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
সরজমিনে দেখা গেছে, লাহিড়ী ছোট সিংগিয়া এলাকায় জয়নুল আবেদিনের তার নিজ বাড়ির সামনে একটি কক্ষে চাল, ডাল ও তেল নিয়ে বসে আছে ২ থেকে ৩ জন। আর বাসার ভিতরে নারী-পুরুষের তিনটি লাইন। সবার হাতে হাতে টিসিবির পণ্যের কার্ড।
কার্ডধারী বাবুল ইসলাম আনিসুল হক জানান, এর আগে কখনও যুবলীগ নেতার বাড়িতে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়নি। হঠাৎ তাদের বাসায় টিসিবির পণ্য বিতরণের উদ্দেশ্যটা কী? জানেন না এলাকাবাসী।
টিসিবির পণ্য বাসায় বিক্রির বিষয় জানতে চাইলে চাড়োল ইউনিয়নের অর্থ সম্পাদক যুবলীগ নেতা জয়নুল আবেদীন বলেন, আমার নামে টিসিবির ডিলারশিপ আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে বিতরণ করব। আপা ফিরে আসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। এই আপাকে সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে।
তবে তার ডিলারশিপের কাগজপত্র যাচাই-বাছাই করতে চাইলে উনি দেখাবেন না বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ বলেন, এর আগে কখনও দেখিনি, বাড়িতে টিসিবির পণ্য বিতরণ করতে। হঠাৎ আজ সকালে দেখি, নিজ বাসার একটি কক্ষ থেকে টিসিবির পণ্য বিতরণ করছেন। খোঁজ নিয়ে জানা যায় যুবলীগ নেতা জয়নুল আবেদীন টিসিবি পণ্যের ভালো তৈলের বোতলগুলো ঢেলে পাম্প তেল ভরে এবং সুবিধাভোগীদের নিকট থেকে নিম্নমানের চাল আমদানি করে ।
এ বিষয়ে টিসিবির এক কর্মকর্তা বলেন, টিসিবির ডিলারশিপ পেতে হলে অবশ্যই তাকে ট্রেড লাইসেন্সধারী এবং তার নিজস্ব দোকান থাকতে হবে। নিজ বাড়িতে বিতরণের ক্ষেত্রে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিতরণের একটা নির্দিষ্ট স্থান লাগবে বা ইউনিয়ন পরিষদে বিতরণ করতে পারবেন। এবং জেলা প্রশাসক বা ইউএনও মহোদয়ের সুপারিশ লাগবে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তথ্য সংগ্রহ করে নিউজ করেন আমরা ব্যবস্থা নেব ।
বালিয়াডাঙ্গী উপজেলার বেশিরভাগই টিসিবির ডিলার। আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে ডিলারশিপ রয়েছে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে ডিলারশিপ নিয়েছে। যুবলীগ নেতা জয়নুল আবেদীনের ডিলারশিপ বাতিল সহ গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চাড়োল ইউনিয়নবাসী।