
বৃষ্টি হলেই বেহাল দশা ধরা দেয় বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া পালপাড়া সড়কে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের অধিকাংশ অংশে ইট-খোয়া উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বিকল্প কোনো রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহনের চালকদের।
সরেজমিনে দেখা যায়, মৃৎশিল্পের প্রায় হাজারো কারিগরের বসবাস এই এলাকায়। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা পালপাড়ায় মাটির তৈরি জিনিসপত্র কিনতে আসলেও সড়কের বেহাল দশার কারণে অনেকেই আর আসতে চান না। ব্যবসা-বাণিজ্যে ধস নামার পাশাপাশি, আসবাবপত্রবোঝাই গাড়ি ছোট-বড় গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রায়ই।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন দৈনিক নববাণীকে জানান, আড়িয়া-নয়মাইল সাহেবপুকুর (খোকন পেট্রোল পাম্প) সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সারা সড়কে কাদা-পানি জমে থাকে। অতিরিক্ত ভাড়া ছাড়া চালকরা যাত্রী নিতে চান না। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
কৃষক সাইদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে নববাণীকে বলেন, চারদিকে এত উন্নয়ন হলেও প্রায় এক যুগ ধরে এই সড়কটির দুরবস্থা কাটছে না। অসুস্থ রোগী হাসপাতালেও নিতে পারি না।
অটোভ্যান চালক মো. মাছুম বিল্লাহ দৈনিক নববাণীকে বলেন, রাস্তার অবস্থা এত খারাপ যে চলাচলই কষ্টকর। তারপরও পেটের দায়ে গাড়ি চালাতে হয়।
শাজাহানপুর উপজেলার প্রকৌশলী রাশেদ ইমরান দৈনিক নববাণীকে জানান, সড়কটি সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে।