
নীতিমালা উপেক্ষা করে সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি কে কাজ দিতে মরিয়া হয়ে উঠেছে পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ও সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরী। এমনটি অভিযোগ করেছে ঠিকাদার মহল।
ঠিকাদাররা জানান, রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪৪টি লিফট যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ অন্যান্য কাজের ২টি প্যাকেজে দরপত্র আহবান করে পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। তারা জানান, সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি সাথে যোগসাজশ করে পিপিআর-২০০৮ এর আইন নীতিমালা উপেক্ষা করে সরবরাহের ক্ষেত্রে GOODS এর পরির্বতে WORKS পদ্ধতিতে দরপত্র আহবান করে এবং দরপত্রের গোপন মূল্য বা ‘রেট শিডিউল’ তথ্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করে। যা সম্পূন্ন অনিয়ম।
তারা আরো জানান, পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরী এর মাধ্যমে সোনেক্স ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিল ইলেকট্রিক কোম্পানি কাছ থেকে কমিশন নিয়ে তাদের কে কাজ দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দরপত্র বাতিল করে সঠিক নিয়মে পূনরায় দরপত্র আহবান করা জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানান ঠিকাদার মহল।
দরপত্র বিজ্ঞপ্তি পর্যালোচনা ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ০৭ এবং ০৮ সেপ্টেম্বর ইজিপির মাধ্যমে রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৪৪টি লিফট যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতসহ অন্যান্য কাজের ২টি প্যাকেজে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই দরপত্র আহ্বান করেন কমিটির প্রধান, নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে আহ্বান করা দরপত্র বিক্রির শেষ তারিখ, দাখিল ও খোলার তারিখ ছিল গত ২১ ও ২২ সেপ্টেম্বর।
এমন অবস্থায় স্থানীয়রা বলেন গণপূর্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তর এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয় সেক্ষেত্রে, নির্দিষ্ট নিয়মের মাঝে কাজ করতে হবে। তা না হলে হয়তে অনিয়মটাই নিয়মে পরিনত হবে। যার পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা এ থেকে প্রতিকার চাই।
তবে এবিষয়ে পাবনা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির ও সহকারী প্রকৌশলী (ষ্টাফ অফিসার) আশরাফ চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।