ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
উর্মিলা নুসরাত: স্বপ্নের পথে এক নতুন মুখ এস এম জাহাঙ্গীরের লিফলেট বিতরণ : নিকুঞ্জে নেতাকর্মীর ঢল বালিয়াডাঙ্গীতে নির্ধারিত মূল্যের সার চড়া দামে বিক্রি : বিএডিসি সার ডিলারের গুদাম সিলগালা বিশ্বনাথে জামায়াতের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব কৃষকদলের শক্তি বৃদ্ধি: গোসাইবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে চালকের হাত-পা বেঁ’ধে অটোরিকশা ছি/ন/তা/ই, দুইজন গ্রে’প্তা’র গণতন্ত্রের সৈনিক মো: আব্বাস আলী: ত্যাগ ও সংগ্রামের মূর্ত প্রতীক যুগ যুগ ধরে অবহেলা আর বঞ্চনায় বন্দি জেলখানা গ্রামের মানুষ পাহাড়ে মিষ্টি কুমড়ার ঝলক ! কৃষকের মুখে হাসি

শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্পের প্রস্তাব দেবে ইসি

  • ডেস্ক নিউজ :
  • আপডেট সময় ০৫:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) কাছে থাকা প্রতীকের নির্ধারিত তালিকায় এই প্রতীক না থাকায় দলটিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীকটি নেই। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছিল, কিন্তু যেহেতু শাপলা তালিকায় নেই, আমরা তাদের বিকল্প প্রস্তাব পাঠানোর জন্য জানিয়েছি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসি ও দলের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া হবে।”

সচিব জানান, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং নথিপত্রগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। তবে প্রতীক সংক্রান্ত কার্যক্রম কিছুটা এগিয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে। এই সংলাপগুলো ধাপে ধাপে সম্পন্ন হবে, যেখানে পূজা ও ছুটির দিনগুলো বিবেচনায় নেওয়া হবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে গণমাধ্যমকে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপের আপডেট দেওয়ার চেষ্টা করছি।”

সম্প্রতি নির্বাচন কমিশন তাদের তালিকায় নতুন ৪৬টি প্রতীক যুক্ত করেছে, যার আগে ৬৯টি প্রতীক ছিল। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর বর্তমানে ইসির তালিকাভুক্ত মোট প্রতীক সংখ্যা ১১৫টি। আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পারত। তবে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কোনো প্রতীক নিয়ে সুপারিশ করেনি।

 নির্বাচন কমিশনের তফসিলভুক্ত ১১৫ প্রতীক

আনারস, কোদাল,  ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, আপেল, টেলিফোন, বাঘ, রকেট, খাট, টেবিল ঘড়ি, আলমিরা, গরুর গাড়ী, টেলিভিশন, বই, রিক্সা, মোরগ, আম, খেজুর গাছ, ঈগল, গাভী, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, কলম, ঘোড়া, থালা, বালতি, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাঁপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ী, হারিকেন, হক্কা, হেলিকপ্টার, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উর্মিলা নুসরাত: স্বপ্নের পথে এক নতুন মুখ

শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্পের প্রস্তাব দেবে ইসি

আপডেট সময় ০৫:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না। নির্বাচন কমিশনের (ইসি) কাছে থাকা প্রতীকের নির্ধারিত তালিকায় এই প্রতীক না থাকায় দলটিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীকটি নেই। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছিল, কিন্তু যেহেতু শাপলা তালিকায় নেই, আমরা তাদের বিকল্প প্রস্তাব পাঠানোর জন্য জানিয়েছি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসি ও দলের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া হবে।”

সচিব জানান, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং নথিপত্রগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে আছে। তবে প্রতীক সংক্রান্ত কার্যক্রম কিছুটা এগিয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে। এই সংলাপগুলো ধাপে ধাপে সম্পন্ন হবে, যেখানে পূজা ও ছুটির দিনগুলো বিবেচনায় নেওয়া হবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে গণমাধ্যমকে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপের আপডেট দেওয়ার চেষ্টা করছি।”

সম্প্রতি নির্বাচন কমিশন তাদের তালিকায় নতুন ৪৬টি প্রতীক যুক্ত করেছে, যার আগে ৬৯টি প্রতীক ছিল। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর বর্তমানে ইসির তালিকাভুক্ত মোট প্রতীক সংখ্যা ১১৫টি। আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পারত। তবে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কোনো প্রতীক নিয়ে সুপারিশ করেনি।

 নির্বাচন কমিশনের তফসিলভুক্ত ১১৫ প্রতীক

আনারস, কোদাল,  ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, আপেল, টেলিফোন, বাঘ, রকেট, খাট, টেবিল ঘড়ি, আলমিরা, গরুর গাড়ী, টেলিভিশন, বই, রিক্সা, মোরগ, আম, খেজুর গাছ, ঈগল, গাভী, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, কলম, ঘোড়া, থালা, বালতি, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাঁপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ী, হারিকেন, হক্কা, হেলিকপ্টার, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা।