
তিনি শুধু একজন বুদ্ধ সন্ন্যাসী নন, তিনি যেন এক জীবন্ত কিংবদন্তি।
১৯৬৫ সালে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৮৫ নং সাঙ্গু মৌজার ত্রিশডেবা পাড়ায় এক জুম চাষি খুমি পরিবারে জন্মগ্রহণ করেন উঃনন্দমালা। ১৯৮৫ সালে সংসার জীবন ত্যাগ করে বেছে নেন বুদ্ধ সন্ন্যাসীর জীবন।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোনো এই মানুষটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা বিস্তারের মহান সিদ্ধান্ত নেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন জিনা মেজু অনাথ আশ্রম।
এরপর একে একে প্রতিষ্ঠা করেন-
জিনা মেজু উচ্চ বিদ্যালয়,
জিনা মেজু টেকনিক্যাল ইনস্টিটিউট,
জিনা মেজু সানজেট উপজাতি ভাষা শিক্ষা কেন্দ্র,
আলীকদম মেরিংচ সাঙ্গু মৈত্রী ম্রো আশ্রম, জিনামেজু কল্যাণ ট্রাস্ট, সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
বিলুপ্তির পথে থাকা খুমি সম্প্রদায়ের সন্তান উঃনন্দমালা আজ পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া অসংখ্য শিশু-কিশোরের জন্য আশার আলো, তিনি যেন পাহাড়ে জ্বলে ওঠা এক প্রদীপ অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র।
উঃনন্দমালা পাহাড়ের গর্ব, শিক্ষার অগ্রদূত, এক জীবন্ত কিংবদন্তি।