
বগুড়ার ধুনট উপজেলায় আজ ১৮সেপ্টেম্বর ২০২৫ তারিখে ধুনট সদর ইউনিয়ন পরিষদ পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে নবনির্মিত এই লাইব্রেরির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্রিস্টোফার হিমেল রিসিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার গুণীজনেরা। বক্তারা বলেন, এ লাইব্রেরি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিসিল বলেন, শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি লাইব্রেরি অপরিহার্য। ধুনটের শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে এবং নতুন প্রজন্মকে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে লাইব্রেরিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার বগুড়া: 



















