
উত্তরখান মাষ্টারপাড়া এলাকা থেকে ছিনতাইকারী দলের ৫ সদস্যকে আটক করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় তাদের বাসা তল্লাসি করে ছিনতাই কার্যক্রমে ব্যবহৃত বিপুল পরিমানে দেশীয় অস্ত্র এবং দেহ ব্যবসার কর্মে ব্যবহৃত অবৈধ ঔষধ (জন্ম নিয়ন্ত্রন এম্পুল, সিরিঞ্জ) উদ্ধার করেন।
গ্রেফতারকৃতরা হলো কিশোর গ্যাং ও ছিনতাকারী নেতা মো: মোরশেদ আলম (৪৮), তার সহযোগিদের মো: আলম (২৮), হাসানুল (২২), পারুল (৪৮) এবং বেবী (৪২)।
দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সন্ধ্যা ৭-১০.৩০ ঘটিকা পর্যন্ত পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে উত্তরখান মাস্টারপাড়া এলাকা থেকে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করে।
সেনা সদস্যরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, দেশীয় অস্ত্র সরবরাহ,চুরির জিনিস পত্র কেনা-বেচা ও অন্যের জমি দখলের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য তাদেরকে উত্তরখান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের কারণে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আশ পাশের ভুক্তভোগী সাধারণ মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সেনা সদস্যরা জানান, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।