
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকা থেকে মূল্যবান কষ্টি পাথরের মূতিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
রবিবার (২৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার ৩নং উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালায়। পলাতক আসামি মিরাজ ফকিরের বসতবাড়িতে এ অভিযানে ৩১.৫৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও প্রস্থ ১২ ইঞ্চি বলে জানানো হয়।
অভিযানে মোঃ শাহিন আলম (৩০) ও মোঃ আমিরুল ইসলাম (৪৫) নামের দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূল্যবান কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানায়।