
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তাড়াশ ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এটি একটি রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান (টুটুল)।
বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সম্মেলন পরিচালনা কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মোহাম্মদ আফছার আলী, তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বারিক খন্দকার, তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, যুবদল সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদাৎ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে তাড়াশ উপজেলার ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, তৃণমূল পর্যায়ে পুনর্গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির ওপর জোর দেন।
প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম প্রতীকী সদস্য ফরম বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে তাড়াশ উপজেলা বিএনপি তাদের সাংগঠনিক শক্তি নতুন করে দৃঢ় করার বার্তা দিয়েছে। এটি কেবল সদস্য সংগ্রহ নয়, বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে একটি কৌশলগত পুনর্জাগরণের প্রক্রিয়া।