মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনায় স্বর্ণসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।
এপিবিএন জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকা থেকে মো. হাছান ও মো. শাহাজান নামের দুজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় এপিবিএন ফোর্স তাদের আটক করে।
এপিবিএন অফিসে নিয়ে তাদের শরীর তল্লাশি করলে হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণের গহনা পাওয়া যায়। দুজনের কাছে থাকা সোনার গহনা জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।