
অভিনব কায়দায় বিক্রয়কালে ০৮ কেজি গাঁজাসহ তিন মাদক (যুবক) ব্যবসায়ীকে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১ এর আভিযানিক দলের সদস্যরা। সোমবার বিকেলে র্যাব-১ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী এক অভিযানে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা মাদক ব্যবসায়ীদের একটি অন্যতম স্থান। বারংবার আইন শৃংখলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালনার পরও তারা সুুযোগ পেলেই ওই এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটায়। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার জন্য টঙ্গী এলাকায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সমাজে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটছে।
ওইসব মাদক কারবারিদের লাগাম টানতেই সোমবার (৩০জুন) বিকেল ৫ টায় র্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (২৭), মোঃ সাজন মিয়া (২৯) এবং মেহেদী হাসান (২১)’দেরকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকসহ আটক করা হয়। এ সময় আসামীদের নিকট হতে ০৮ কেজি গাঁজা ৪টি স্মার্ট ফোন ও দু’টি হাতঘড়ি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণী ১৯ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
পরে উদ্ধারপূর্বক জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র্যাবের অপস অ্যান্ড মিডিয়া সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম।