
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘ ২৫ বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা প্রায় ৭ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে এই কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার সোলাইমান আলীর সরাসরি তত্ত্বাবধানে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দলিলগুলো পুড়িয়ে ফেলা হয়।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, নিবন্ধন অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কোনো দলিল দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে তা আইনগতভাবে ধ্বংস করার বিধান রয়েছে। এই বিধানের আলোকে ১৯৯৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রস্তুতকৃত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় সাত হাজার দলিল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার সোলাইমান আলী বলেন, “দীর্ঘদিন ধরে অফিসে স্তূপ হয়ে থাকা দাবিহীন দলিলগুলো অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ ধ্বংস করা হয়েছে। যেসব মালিক এত বছরেও দলিল বুঝে নিতে আসেননি, সেগুলো নিয়ম মেনে কমিটি গঠন ও প্রক্রিয়া সম্পন্ন করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।” তিনি আরও জানান, এই পদক্ষেপের মাধ্যমে অফিসের মূল্যবান স্থান খালি হলো, যা নতুন দলিল সংরক্ষণ এবং দাপ্তরিক কাজ পরিচালনায় আরও সুবিধা দেবে।
এ সময় স্থানীয় দলিল লেখক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা মত দেন যে, দীর্ঘদিনের কাগজের স্তূপ সরিয়ে ফেলার কারণে অফিসের পরিবেশ অনেকটাই হালকা ও কর্মবান্ধব হয়েছে।
মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : 


















