
দিনাজপুরের নবাবগঞ্জে ৮ নং মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছ গ্রামে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এগারোটি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় শুকনা খাবার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন— নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক; মোর্শেদ কবির অর্ক, স্থায়ী সদস্য; জিহাদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্লাড ডোনেশন সোসাইটির অন্যান্য সদস্যরা। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এগারোটি পরিবারের হাতে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দেন তাঁরা। খাবার পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।
এ সময় দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি রোহান আহম্মেদ রাজু বলেন, “মহারাজপুরের এ অসহায় মানুষগুলো সবকিছু হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমাদের সোসাইটি সবসময়ই জনগণের সংকটে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।” দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন দুর্যোগে ত্রাণ, খাদ্যসহায়তা ও মানবিক সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : 


















