
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এজেডজিএম মিনহাজুল হক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গত ৩০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। তারই প্রতিবাদে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন এবং অভিযোগটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।
মিনহাজুল হক বলেন, বিগত আড়াই মাস পূর্বে পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ কোতোয়াল পাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিভিন্ন পত্রিকা, অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছিল যে হত্যাকাণ্ডটি ঘটেছিল পরকীয়া প্রেমের জের ধরে। কিন্তু বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে উক্ত হত্যাকাণ্ডে নিহত মাহফুজুল ইসলামের ছেলে সজীব ইসলামকে ভুল বুঝিয়ে প্ররোচিত করে। সেই সজীব ইসলামকে ব্যবহার করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডজিএম মিনহাজুল হক এবং তাঁর ভাই, পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর)-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী এজেডজিএম রিজওয়ানুল হককে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা উল্লেখ করে গত ৩০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করানো হয়।
তিনি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং প্রতিবাদ জানান। তিনি ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এ ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: আকরাম হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ সাবেক পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খয়রাত কাজী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হকসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আজিজুল হাকিম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : 



















