রাজশাহীতে ৪৯.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
গতকাল ১২ ডিসেম্বর রাত ৩.৩০ মিনিটে মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ও ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,মোঃ সোহেল রানা (৩২)সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর এলাকার মৃতঃ সৈয়দ আলীর ছেলে।অপরজন হলো-মোঃ মনির (৩৯) সে একই এলাকার মৃতঃ আব্দুল কুদ্দুসের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল সোমবার ১২ (ডিসেম্বর) রাত্রী ০৩.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসষ্টান্ড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে,এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলে র্যাব-৫ এর একটি দল পৌছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে (দুই) জন ব্যক্তি কৌশলে ২টি বড় কাগজের কাটুন ফেলে পালানোর চেষ্টা করে,এসময় ২ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।অপর একজন আসামী কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, পলাতক আসামীসহ তারা দীর্ঘদিন কুমিল্লা থেকে রাজশাহীর বিভিন্ন এলাকায় এই মাদক সরবরাহ করে আসছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।