চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এর ০৩ টি পৃথক অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ১৫ বোতল ফেন্সিডিল মাদকসহ ৩ জন গ্রেফতার।
(২৪ জুলাই ২০২২ ইং ) চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী ১ম অভিযানে
৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেপ্তার করে। আটকৃত ব্যক্তি ( ১) মোঃ মশিউর রহমান (২৭) পিতা- মোঃ সুরত আলী সাং দশরশিয়া, থানা – সদর এলাকার জয়নাল বিশ্বাসের টোলা গ্রাম থেকে ১৮:৩০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়।
২য় অভিযানে আটককৃত আসামি ( ১) মোঃ শহিদুল ইসলাম, পিতা- মৃত আনোয়ার হোসেন সাং মনাকষা হাউসনগর থানা- শিবগঞ্জ কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর থেকে ২০:১০ ঘটিকার সময় ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয় ।
জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জের ৩য় অভিযানে ধৃত আসামী (০১) মোঃ আব্দুল আলিম (২৩), পিতাঃ মোঃ শাহালাল, সাং-মারকইল (সাঁওতাল পাড়া), থানাঃ নাচোল, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ কে নাচোল থানাধীন বোয়ালমারী গ্রাম থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ সংক্রান্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয।