স্টাফ রিপোর্টার: দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইয়াকুব শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। তিনি গতকাল সোমবার বিকেলে হঠাৎ করে অফিসে অসুস্থ হয়ে পড়েন। এসময় দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার স্টাফগণ দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। পরে রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩২ নং ওয়ার্ডে ভর্তি করেন।
পরে তিনি কিছুটা সুস্থ বোধ করে সন্ধ্যায় নগরীর একটি বেসরকারী ডায়াগনিষ্টিক সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. রাকিবুল হাসান রাশেদ এর নিকট চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় বিভিন্ন টেষ্ট রির্পোট দেখে ডাক্তার জানান তার উচ্চ ডায়াবেটিকসহ হার্টের সমস্যা রয়েছে। একই সাথে ডাক্তার নিয়মিত ঔষধ সেবনসহ পূর্ণ বিশ্রাম করার জন্য দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার কে পরামর্শ প্রদান করেন। এর আগে তিনি গত বছর মার্চ মাসে একই রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদিকে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার এর সুস্থতা কামনা করে পরিবারের সদস্যবৃন্দ এবং পত্রিকার স্টাফগণ সকলের কাছে দোয়া কামনা করেন।
গণধ্বনি প্রতিদিন সম্পাদক ইয়াকুব শিকদার হৃদরোগে আক্রান্ত
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৫:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- ১৯৪ বার পড়া হয়েছে