
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে বেশি দামে সার বিক্রি করায় বিএডিসি সার ডিলারের গুদামে অবশিষ্ট সার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে । শনিবার দুপুরে লাহিড়ী বাজারে অনুপম বীজ ভান্ডারের স্বত্বাধিকারীরা অনিয়মের মাধ্যমে কৃষকদের মাঝে অতিরিক্ত দামে সার বিক্রি করেন।
জানা গেছে, বিএডিসি সার ডিলার অজিত কুমার রায় অতিরিক্ত দামে টিএসপি,পটাশ ও ডেপ সার বিক্রি করেন। সার বিক্রির সময় উপজেলা কৃষি কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়নের উপ সহকারীদের উপস্থিতিতে বিতরণের নির্দেশনা দিলেও তাদের কে অবগত করেনি ডিলার অজিত কুমার রায়। অতিরিক্ত দামে সার বিক্রি, মূল্য তালিকা, বিক্রয় রশিদ প্রদান করা হয় নি কৃষকদের। পরে কৃষকরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস কে অবগত করলে তিনি সরজমিনে এসে দেখেন অতিরিক্ত দামে সার বিক্রি, মূল্য তালিকা ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় বিএডিসি সার ডিলার অজিত কুমার রায়ের গুদাম অবশিষ্ট সার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন।
চাড়োল ইউনিয়নের কৃষক মফিজুর রহমান বলেন, আমার কাছে টিএসপি সারের বস্তা ১৬০০ টাকা নেন ডিলার অজিত কুমার রায়। অথচ সেটির সরকারী মূল্য ১৩৫০ টাকা।
উপস্থিত একাধিক কৃষক জানান, টিএসপি, পটাশ ও ডেপ সারের সরকারি মূল্য ৩৪০০ টাকা হলেও ডিলার অজিত কুমার রায় ৩৭০০ টাকা করে নিয়েছে। আমরা টাকা ফেরত ও তার ডিলারশীপ বাতিল চায়।
এবিষয়ে উপসহকারী আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বেশি দামে স্যার বিক্রির সত্যতা পাওয়া গেছে। কৃষি অফিসার অবগত রয়েছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কৃষি অফিসার তামান্না ফেরদৌস জানান আমি সারের গুদাম পরিদর্শন করেছি সেখানে কিছু অনিয়ম দেখেছি। আমরা বিধিমোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।