
সিলেটের বিশ্বনাথে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ জন হলেন বিশ্বনাথ পৌরসভার জাহারগাঁও গ্রামের মৃত বারাম খানের ছেলে সুয়েদ খান (২৫) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার মজুমদার চর গ্রামের মৃত কমর আলীর ছেলে আলিম উদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর অটোচালক আব্দুর রহমান যাত্রীবেশে আসা দুই ব্যক্তির সাথে ৩০০ টাকায় ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে জগন্নাথপুরের ভবেরবাজার থেকে বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা হন। পথে তারা আরও একজনকে সাথে নেয়। পরে বিশ্বনাথ পীরেরবাজার এলাকায় একটি দোকান থেকে কোল্ড ড্রিংকস কিনে সেটিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে খাওয়ায়। অল্পক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারীরা তার হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা অচেতন অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে বিশ্বনাথ-বাইপাস পেট্রোল পাম্পে নিয়ে যান। এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এলে দ্রুত এর সাথে জড়িতদের শনাক্ত করে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া অটোরিকশা ও ছিনতাই কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল (সিলেট ল-১২-১৯০৩) উদ্ধার করেছে।
এ ঘটনায় অটোচালক আব্দুর রহমান বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা (নং-১৪/২৫ইং) দায়ের করেন।অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার এবং ২ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’