
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে অন্তত তিনশো মানুষ চিকিৎসা নিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত চলা ক্যাম্পে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন।
চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রোগীদের সেবা দিয়েছেন। প্রয়োজনীয় চশমা, ঔষধ ও সরঞ্জামও সরাসরি রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। চোখের অপারেশনের প্রয়োজনীয় রোগীদের পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করানো হবে।
সেবা গ্রহণকারী ৭১ বছর বয়সী মংক্যপ্রু মার্মা বলেন, “আমি শহরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। এখানে এসে চশমা ও ওষুধ পেয়েছি। ডাক্তাররা বলেছেন, চোখে সমস্যা থাকলে বিনামূল্যে অপারেশনও হবে।”
চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, যিনি প্রধান অতিথি হিসেবে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। তিনি জানান, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে ক্রমান্বয়ে এই ধরনের চক্ষু সেবা কার্যক্রম চালানো হবে। গরিব রোগীদের জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা, যাতায়াতসহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।
ক্যাম্পে সহযোগিতা করেছেন চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ নু মং মার্মা, হেডম্যান উনিংহ্লা মার্মা এবং বান্দরবান আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মার্মা।