ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
উর্মিলা নুসরাত: স্বপ্নের পথে এক নতুন মুখ এস এম জাহাঙ্গীরের লিফলেট বিতরণ : নিকুঞ্জে নেতাকর্মীর ঢল বালিয়াডাঙ্গীতে নির্ধারিত মূল্যের সার চড়া দামে বিক্রি : বিএডিসি সার ডিলারের গুদাম সিলগালা বিশ্বনাথে জামায়াতের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ বরগুনায় শুরু হলো মাসব্যাপী শরৎ উৎসব কৃষকদলের শক্তি বৃদ্ধি: গোসাইবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনাথে চালকের হাত-পা বেঁ’ধে অটোরিকশা ছি/ন/তা/ই, দুইজন গ্রে’প্তা’র গণতন্ত্রের সৈনিক মো: আব্বাস আলী: ত্যাগ ও সংগ্রামের মূর্ত প্রতীক যুগ যুগ ধরে অবহেলা আর বঞ্চনায় বন্দি জেলখানা গ্রামের মানুষ পাহাড়ে মিষ্টি কুমড়ার ঝলক ! কৃষকের মুখে হাসি

রাজস্থলী উপজেলায় টমটম চালকের গৃহে মর্মান্তিক অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই হলো স্বপ্ন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার লাল সাধু আশ্রম এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল একটি পরিবারে স্বপ্ন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আবুল কালাম পেশায় একজন টমটম চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালবেলায় আবুল কালাম তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলেন। ঘরে ছিলেন না পরিবারের অন্য কেউ। এ সুযোগে হঠাৎ করে তাদের রান্নাঘরের দিক থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে একটি ঘর, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগী আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমি বাজারে না গেলে হয়তো কিছুটা রক্ষা করতে পারতাম। এখন সন্তান নিয়ে কোথায় আশ্রয় নেব জানি না। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে সহায়তা চাই।”

স্থানীয়রা জানান, আগুন নেভাতে গ্রামবাসী প্রাণপণ চেষ্টা করলেও ঘরের ভেতরে রাখা দাহ্য পদার্থের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, চাল-ডাল, নগদ টাকা ও প্রয়োজনীয় নথিপত্রও পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসী হতবিহ্বল হয়ে পড়েছে এবং দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উর্মিলা নুসরাত: স্বপ্নের পথে এক নতুন মুখ

রাজস্থলী উপজেলায় টমটম চালকের গৃহে মর্মান্তিক অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই হলো স্বপ্ন

আপডেট সময় ০৭:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার লাল সাধু আশ্রম এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল একটি পরিবারে স্বপ্ন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আবুল কালাম পেশায় একজন টমটম চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালবেলায় আবুল কালাম তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিলেন। ঘরে ছিলেন না পরিবারের অন্য কেউ। এ সুযোগে হঠাৎ করে তাদের রান্নাঘরের দিক থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে একটি ঘর, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগী আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমি বাজারে না গেলে হয়তো কিছুটা রক্ষা করতে পারতাম। এখন সন্তান নিয়ে কোথায় আশ্রয় নেব জানি না। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে সহায়তা চাই।”

স্থানীয়রা জানান, আগুন নেভাতে গ্রামবাসী প্রাণপণ চেষ্টা করলেও ঘরের ভেতরে রাখা দাহ্য পদার্থের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, চাল-ডাল, নগদ টাকা ও প্রয়োজনীয় নথিপত্রও পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। ইতিমধ্যে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসী হতবিহ্বল হয়ে পড়েছে এবং দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছে।