
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আব্দুল হান্নান পাবনা জেলা রেজিষ্ট্রি অফিস পরিদর্শন করেন এবং জেলার দলিল লেখক ও নকল নবীশদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম শাহীন তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মত বিনিময় সভায় মহাপরিদর্শক কাজী আব্দুল হান্নান তার বক্তব্যে রেজিষ্ট্রি অফিসের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে দলিল লেখক ও নকল নবীশদেরকে আরো অধিকতর দায়িত্বের সাথে কাজ করে যাবার আহবান জানান। কোনোভাবেই যেনো জনভোগান্তি না হয় এবং মানুষ যেনো হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান।
তাকে মুন্সিগঞ্জের (জেলা ও দায়রা জজ) থেকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দিয়েছে বর্তমান সরকার।