
প্রয়াত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী-এর রুহের মাগফেরাত কামনায় উত্তরা প্রেসক্লাব এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার বিকেলে উত্তরার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি পদপ্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম সাংবাদিক শিবলীর কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং সাংবাদিকতায় তার অবদান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শিবলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ন্যায়নিষ্ঠ ও সৎ সাংবাদিক, যিনি সত্য প্রকাশে ছিলেন আপসহীন। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং শিবলী সেই দায়িত্ব পালন করতে গিয়ে সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেছেন। তারা শিবলীর জন্য দোয়া করার পাশাপাশি সাংবাদিক সমাজের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক ইসলাম শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম এবং অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় মস্তিষ্কে রক্তক্ষরণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।