
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মবুয়াখালী গ্রামে একদল যুবক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। স্থানীয় যুবক মো. আবুল কালাম আজাদের উদ্যোগে প্রায় ১০/১২ জন যুবক এই কর্মসূচিতে অংশ নেয়। ভান্ডার বাড়ী বানিয়াজান ইস পারে প্রায় ৪৫টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ধরনের ফল গাছের পাশাপাশি নিম ও অন্যান্য ঔষধি গাছও লাগানো হয়েছে।
বৃক্ষরোপণ কার্যক্রমে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. সোহেল, মো. কাওসার, মো. আমিনুর, মো. লিমন, হাসান, মো. নাঈম এবং আরও অনেকে। এই যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামটি সবুজ ও সতেজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।