
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরকীয়ার জেরে পারিবারিক কলহের পর নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করেছেন এক যুবক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর ধোপাডাঙ্গা গ্রামের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম রায়হান মিয়া (৩৫)। তিনি ওই এলাকার চান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রায়হান অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর তার স্ত্রী আদুরী বেগম এক মাস আগে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে পরিবারে কলহ চলছিল।
মঙ্গলবার সকালে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। এসময় তার পিতা চান মিয়া চিৎকার দিলে জামাতা সবুজ মিয়া ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে রায়হানের শরীরের প্রায় ৯৫ শতাংশ অংশ পুড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনদের বরাতে জানা গেছে, রায়হানের অবস্থা আশঙ্কাজনক।
 
																			 মিলন মণ্ডল, গাইবান্ধা প্রতিনিধি :
																মিলন মণ্ডল, গাইবান্ধা প্রতিনিধি :								 









