
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল আলম জুয়েলের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপের সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন পাতা, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রনক, পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব রানা মণ্ডল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ চাকী কাজলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় সংগঠনটি সবসময় মাঠে থাকবে।
আলোচনা শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
 
																			 মিলন মণ্ডল, গাইবান্ধা প্রতিনিধি :
																মিলন মণ্ডল, গাইবান্ধা প্রতিনিধি :								 









