
ময়মনসিংহের ভালুকায় রমনী বিউটি পার্লারের মালিক এমেলি আক্তার রমনীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিউটি পার্লারের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন— মৌ বিউটি পার্লারের মালিক মোছা. ছাবিনা ইয়াছমিন (৪০) এবং মনীষা বিউটি পার্লারের মালিক মোছা. মনিসা আক্তার (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকার খাদিজা প্যালেসে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন এমেলি আক্তার রমনী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে ছাবিনা ইয়াছমিন ও মনিসা আক্তার তাদের পার্লারের ৩-৪ জন কর্মচারী নিয়ে রমনীর কর্মচারীদের ওপর হামলা চালান। রমনী হামলাকারীদের প্রতিহত করতে গেলে তাঁকে লক্ষ্য করেও হামলা করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং লাঠির আঘাতে বাম হাত ভেঙে যায়।
মার্কেটের মালিকের স্ত্রী খাদিজা আক্তার জানান, “আমি ও আমার স্বামী সবাইকে নিয়ে বসে সমাধানের কথা বলেছিলাম। কিন্তু ছাবিনা আমার কথা না শুনে উল্টো মিথ্যে নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।”
এমেলি আক্তার রমনী বলেন, “ঘটনার সময় মার্কেট মালিক উপস্থিত না থাকলে ওরা আমাকে মেরে ফেলত। ম্যাডাম আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে মৌ বিউটি পার্লারের মালিক ছাবিনা ইয়াছমিন ও মনিসা বিউটি পার্লারের মালিক মনিসা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল কেটে দেন, ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
 
																			 রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) :
																রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) :								 









