
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গণে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
‘জুলাই সনদের আইনিভিত্তি, আদেশ জারি, গণভোট আয়োজন’সহ ৫ দফা গণদাবি এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত-শিবির নেতাকর্মীদের হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, “জুলাই সনদের আইনিভিত্তি ও আদেশ জারি না হলে এবং পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। ২৮ অক্টোবরসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বর্তমান সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতায় এসে সেই বিচার করবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী এবং পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সহ-সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এ. এইচ. এম. আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস ছোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সচিব আব্দুল মুকিত আখতার, বাবুল মিয়া, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, জামায়াত নেতা শামীম আহমদ, ডা. কাওসার, আব্দুল মালিক, তালেব আহমদ গোলাব এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু।
বিক্ষোভ ও সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
 
																			 বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
																বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :								 









