
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মো. মোফাজ্জল হোসেন প্রধান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, যুব বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. মোকলেছুর রহমান প্রমুখ।
এ সময় ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালে প্রধান অতিথি ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল আজও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অটল রয়েছে।”
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
 
																			 ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
																ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :								 









