জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে উখিয়া উপজেলার একেএনসি উচ্চ বিদ্যালয় ফুটবল দল। এ সাফল্য উদযাপন করতে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের করেন।
বিজয় মিছিলটি উখিয়া শহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ফুটবল দল উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানায়।
বিদ্যালয়ের এই সাফল্যে উখিয়া জুড়ে বইছে উৎসবের আমেজ। উপজেলা প্রশাসনসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা আনন্দে মেতে ওঠে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে উচ্ছ্বাসপূর্ণ গাড়িবহর নিয়ে পুরো উখিয়া শহর মুখরিত হয়ে ওঠে।
উখিয়ার ফুটবল দলের এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়—এটি পুরো উখিয়াবাসীর গর্ব এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মোস্তফা জামান চৌধুরী, উখিয়া-টেকনাফ প্রতিনিধি: 










