গত ৩০ মার্চ বুধবার বিকেলে কিশোরগঞ্জে সদর উপজেলা পরিষদ সংলগ্ন মহিনন্দে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফলক উন্মোচনে এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রপতি একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। প্রায় পাঁচ একর জমিতে ৯৫ কোটি টাকা ব্যয়ে সাততলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার ভবনটি নির্মিত হচ্ছে। ২০২৩ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হবে।
রাষ্ট্রপতি ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে প্রতি বছর অন্তত দুই হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তরুণ-তরুণীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন শুধু সনদমুখী না হয়ে দক্ষতামুখী হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সবাইকে চাকরির পিছে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দানের সক্ষমতা অর্জন করতে হবে।