উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বিআরটিসি । স্বাধীনতার পর থেকে বর্তমান সময়ে বিআরটিসি যে পর্যায়ে পৌঁছেছে, এর আগে কোনো সময় তা হয়নি। একসময়ের লোকসানের এই সংস্থা বর্তমান লোকসান কাটিয়ে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। বর্তমান চেয়ারম্যানের ইতিবাচক পদক্ষেপের ফলে আমূল পরিবর্তন এসেছে।একসময়ের রূপসা কাউন্টারের জরাজীর্ণ ও অলাভজনক আজ প্রতিষ্ঠিত করেছে ১) মীর বরকত আলী সাবেক জি,এস, সরকারী আযমখান কমার্স কলেজ ও সাধারণ- সম্পাদক পদপ্রার্থী খুলনা মহানগর জাতীয় শ্রমিকলীগ এবং ২)মো:শেখ মিরাজ সাধারণ- সম্পাদক পদপ্রার্থী ২২ নং ওয়ার্ড,বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। সূত্রেমতে জানা যায় এই দুইজন ব্যক্তি গত ২৫/০৪/২০২৪ থেকে পরিচালনা করছেন। খুলনা থেকে দক্ষিণাঞ্চলে বিশেষ করে বরিশাল অঞ্চলের সমস্ত রুটে এই রুপসা কাউন্টার থেকে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করে যাচ্ছেন। তারা জানান বড় বড় কোম্পানির মতন আধুনিক বাসের সুবিধা এখন পর্যন্ত বিআরটিসি দিতে পারেনি তবে তারা যতটুকু দিতে পেরেছে তাতেই অনেকেই সন্তুষ্ট এবং এর মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ রূপসা কাউন্টার থেকে প্রতিনিয়ত যাতায়াত করছে।
উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে আছে বিআরটিসি রূপসা কাউন্টার
- খুলনা প্রতিনিধি
- আপডেট সময় ১১:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- ১৫৮ বার পড়া হয়েছে