ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পালংখালী স্টেশনে টমটমের নারী যাত্রীর কাছ থেকে ইয়াবার চালান ছিনতাই করেছেন মামা ভাগিনা

ছিনতাই করছেন মামা ভাগিনা, উক্ত ঘটনায় বাকরুদ্ধ স্টেশন ভর্তি মানুষ, দেশে কি আইনের শাসন নেই, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। প্রকাশ্য দিবালোকে মহাসড়কে তা-ও আবার জনবহুল স্টেশনে চৌরাস্তার মোড়ে টমটম গাড়ি থামিয়ে ইয়াবার একটি বড় চালান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।২১ জুন শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে পালংখালী বাজার কমিটির সভাপতির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

শুক্রবার ইয়াবার চালান ছিনতাইয়ের বিষয়ে বাজারে চায়ের দোকানে, পানের দোকান চলছে আলোচনা সমালোচনা সাধারণ মানুষ আতংকে রয়েছে লোকজন জানিয়েছেন, বটতলী থেকে পালংখালী স্টেশন মুখী একটি টমটম গাড়ি পালংখালী স্টেশন চৌরাস্তায় ঘটনাস্থলে আসা মাত্রই ৩/৪ জনের একটি সশস্ত্র ছিনতাইকারির দল একজন নারীর সঙ্গে জোরপূর্বক দস্তা দুস্তি করতে দেখেন। যা সবাই মনে করেন গাড়ির বাড়া নিয়ে বাড়াবাড়ি হচ্ছে মনে করেছেন সবাই একপর্যায়ে ডজনখানেক মামলার আসামি সাহাব উদ্দিন প্রকাশ সোনা মিয়া তার আপন মামা রুস্তম আলী দুই কিস ইয়াবা নিয়ে পালিয়ে যেতে দেখে বাজারে থাকা মানুষ এগিয়ে আসলে টমটম গাড়ি ড্রাইভার ও এক কার্ড ইয়াবা নিয়ে পালিয়ে যেতে দেখে সবাই, যা সিসিটিভি ফুটেজ দেখাযায় স্পষ্ট উক্ত সিসিটিভি ফুটেজ সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও হয়েছে।

 

এক পর্যায়ে ঐ নারী অসহায় হয়ে মারধর সহয় করতে না পেরে তাহার শরীরের বিভিন্ন স্থানে জোরপুর্বক হাতাহাতি ও মারধর করে কেড়ে নিয়ে যায় বলে জানান সাক্ষীরা,প্রকাশ্যে ইয়াবার চালান ছিনতাইয়ের ঘটনায় ছুটাছুটি ও দৌঁড়াদৌঁড়িতে কিছুক্ষণের জন্য সাধারণ মানুষ ও বাকরূদ্ধ হয়ে যায় ভিডিও ফুটেছে ও এমন দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,উখিয়া উপজেলার পালংখালী ৭ নং ওয়ার্ডের মরহুম মাহবুবর রহমান এর পুত্র ডজনখানেক মামলার আসামি সাহাব উদ্দিন প্রকাশ সোনা মিয়া, তার আপন মামা মৃত আব্দুস সোবহান এর পুত্র রুস্তম আলী এবং টমটম গাড়ি ড্রাইভার বটতলী এলাকার মোঃ ইউনুস এর পুত্র বটতলী থেকে নিয়ে আসছিল ইয়াবার চালানটি।

 

সংবাদ পেয়ে পালংখালী এলাকার ছিনতাইকারী সোনা মিয়া,তারা মামা রুস্তম আলী রোহিঙ্গা নারী যাত্রীর বহন করা ৭০ হাজার ইয়াবা ছিনতাই করে বলে জানান সাক্ষী সিএনজি গাড়ি ড্রাইভার নবী হোসেন, কলার দোকানদার কালু,জাফর আলম, স্টেশনে থাকা অনেক জন এমন তথ্য নিশ্চিত করছেন।তাহারা বলেন রুস্তম আলী তিন কার্ড ইয়াবা পান,সোনা মিয়া তিন কার্ড ইয়াবা পান, টমটম গাড়ি চালক এক কার্ড ইয়াবা নিয়ে পালিয়ে যেতে দেখেছেন।

 

বিষয় টি আরও নিশ্চিত করছেন পালংখালী বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, স্হানীয় ইউপি সদস্য নুরুল হক মেম্বার সবার একটি কথা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাসের ভিতরে কয়েকবার ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি হয়েছে…?

 

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী জানান আমি অনেকের কাছে শুনেছি খবর টা আমার পরিষদের সিসিটিভির ফুটেজ চেয়েছেন প্রশাসন সাংবাদিক তাদেরকে দিয়েছি, আমার দাবি থাকবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পূনরায় এমন ঘটনা না ঘটে।

 

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান এমন একটা ঘটনা খবর পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না মাদক কারবারি মাদক ছিনতাইকারী আর ভয়ংকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব গ্রহণ

পালংখালী স্টেশনে টমটমের নারী যাত্রীর কাছ থেকে ইয়াবার চালান ছিনতাই করেছেন মামা ভাগিনা

আপডেট সময় ০৭:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

ছিনতাই করছেন মামা ভাগিনা, উক্ত ঘটনায় বাকরুদ্ধ স্টেশন ভর্তি মানুষ, দেশে কি আইনের শাসন নেই, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। প্রকাশ্য দিবালোকে মহাসড়কে তা-ও আবার জনবহুল স্টেশনে চৌরাস্তার মোড়ে টমটম গাড়ি থামিয়ে ইয়াবার একটি বড় চালান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।২১ জুন শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে পালংখালী বাজার কমিটির সভাপতির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

শুক্রবার ইয়াবার চালান ছিনতাইয়ের বিষয়ে বাজারে চায়ের দোকানে, পানের দোকান চলছে আলোচনা সমালোচনা সাধারণ মানুষ আতংকে রয়েছে লোকজন জানিয়েছেন, বটতলী থেকে পালংখালী স্টেশন মুখী একটি টমটম গাড়ি পালংখালী স্টেশন চৌরাস্তায় ঘটনাস্থলে আসা মাত্রই ৩/৪ জনের একটি সশস্ত্র ছিনতাইকারির দল একজন নারীর সঙ্গে জোরপূর্বক দস্তা দুস্তি করতে দেখেন। যা সবাই মনে করেন গাড়ির বাড়া নিয়ে বাড়াবাড়ি হচ্ছে মনে করেছেন সবাই একপর্যায়ে ডজনখানেক মামলার আসামি সাহাব উদ্দিন প্রকাশ সোনা মিয়া তার আপন মামা রুস্তম আলী দুই কিস ইয়াবা নিয়ে পালিয়ে যেতে দেখে বাজারে থাকা মানুষ এগিয়ে আসলে টমটম গাড়ি ড্রাইভার ও এক কার্ড ইয়াবা নিয়ে পালিয়ে যেতে দেখে সবাই, যা সিসিটিভি ফুটেজ দেখাযায় স্পষ্ট উক্ত সিসিটিভি ফুটেজ সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও হয়েছে।

 

এক পর্যায়ে ঐ নারী অসহায় হয়ে মারধর সহয় করতে না পেরে তাহার শরীরের বিভিন্ন স্থানে জোরপুর্বক হাতাহাতি ও মারধর করে কেড়ে নিয়ে যায় বলে জানান সাক্ষীরা,প্রকাশ্যে ইয়াবার চালান ছিনতাইয়ের ঘটনায় ছুটাছুটি ও দৌঁড়াদৌঁড়িতে কিছুক্ষণের জন্য সাধারণ মানুষ ও বাকরূদ্ধ হয়ে যায় ভিডিও ফুটেছে ও এমন দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,উখিয়া উপজেলার পালংখালী ৭ নং ওয়ার্ডের মরহুম মাহবুবর রহমান এর পুত্র ডজনখানেক মামলার আসামি সাহাব উদ্দিন প্রকাশ সোনা মিয়া, তার আপন মামা মৃত আব্দুস সোবহান এর পুত্র রুস্তম আলী এবং টমটম গাড়ি ড্রাইভার বটতলী এলাকার মোঃ ইউনুস এর পুত্র বটতলী থেকে নিয়ে আসছিল ইয়াবার চালানটি।

 

সংবাদ পেয়ে পালংখালী এলাকার ছিনতাইকারী সোনা মিয়া,তারা মামা রুস্তম আলী রোহিঙ্গা নারী যাত্রীর বহন করা ৭০ হাজার ইয়াবা ছিনতাই করে বলে জানান সাক্ষী সিএনজি গাড়ি ড্রাইভার নবী হোসেন, কলার দোকানদার কালু,জাফর আলম, স্টেশনে থাকা অনেক জন এমন তথ্য নিশ্চিত করছেন।তাহারা বলেন রুস্তম আলী তিন কার্ড ইয়াবা পান,সোনা মিয়া তিন কার্ড ইয়াবা পান, টমটম গাড়ি চালক এক কার্ড ইয়াবা নিয়ে পালিয়ে যেতে দেখেছেন।

 

বিষয় টি আরও নিশ্চিত করছেন পালংখালী বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, স্হানীয় ইউপি সদস্য নুরুল হক মেম্বার সবার একটি কথা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাসের ভিতরে কয়েকবার ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি হয়েছে…?

 

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী জানান আমি অনেকের কাছে শুনেছি খবর টা আমার পরিষদের সিসিটিভির ফুটেজ চেয়েছেন প্রশাসন সাংবাদিক তাদেরকে দিয়েছি, আমার দাবি থাকবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পূনরায় এমন ঘটনা না ঘটে।

 

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান এমন একটা ঘটনা খবর পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না মাদক কারবারি মাদক ছিনতাইকারী আর ভয়ংকর।