কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব (একটি অরাজনৈতিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন) সম্পূর্ণ নতুন রূপে কমিটি গঠন ও নতুন আকৃতিতে সাজানোর চেষ্টায় সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অদ্য ০৯ই জুন-২০২৪ বিকাল ০৪ ঘঠিকার সময় পালংখালী ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ড সদর এর জনপ্রিয় মেম্বার নুরুল হক এর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অত্র সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল মজিদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মোঃ মোক্তার হোসেন,সহ সভাপতি কালাম শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছৈয়দুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক সোলতান মাহমুদ রিদুয়ান,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শাহেদ ইলাহি,আইন বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক,সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু হুরায়রা, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ব্লাড সেলের এডমিন আবদুর রহমান ব্লাড সেল এর সদস্য নিতাই কান্তি দাশ সহ প্রমুখ।
এসময় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমরা হাঁটি হাঁটি পা পা করে আজ ৩ বছর শেষ করে চতুর্থ বছরে পা রাখলাম এবং সম্পূর্ণ নতুন রূপে ও কমিটি গঠন করলাম আগামী বুধবার এর মধ্যেই অনুমোদন হবে। আমি আশা রাখছি সকালেই নিজ নিজ দায়িত্ব পালন করবো। এবং সংগঠন কে এগিয়ে নিতে সহায়তা করবো, নিজেকেই মানুষ রুপে পরিনত করবো। তিনি আরো বলেন, আমরা বিগত বছরের তুলনায় এবার আরো অনেক বেশি মানবিক কাজ করবো, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, প্রত্যেক সদস্যের কাজ ও সাফল্য অনুযায়ী পুরস্কার ও ঘোষণা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
সর্বোপরি সকল সদস্যদের সহযোগিতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত করেন।