নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ্য থেকে তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শুক্রবার (৭ জুন) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়া গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের বাসবভবনে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির, দৈনিক জবাবদিহি পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি শাহ বোরহান মেহেদী, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি হাজী জাহিদ, দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান, একুশে সংবাদের উপজেলা প্রতিনিধি সাব্বির হোসেন, বেঙ্গল টিভির উপজেলা প্রতিনিধি পারভেজ আহমেদ, সময়ের কন্ঠ এর মনজুর হোসেন ও দি ফিন্যাসিয়াল পোস্ট এর মামুন শাহ পিংকু।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন আগামী পাঁচ বছর সাংবাদিকদের সহযোগিতা নিয়ে স্থানীয় সমস্যা, সংকট ও সামাজিক উন্নয়নে গণমানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ জাবেদ হোসেন। এ নিয়ে টানা তিনবার তিনি পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।